ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

খুলনা মেডিকেলে এক মাসে ৪৫৮ জন ডেঙ্গু রোগী


ডেস্ক রিপোর্ট
170

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৩:১১:১৯ পিএম
খুলনা মেডিকেলে এক মাসে ৪৫৮ জন ডেঙ্গু রোগী ফাইল-ফটো



গত এক মাসে ৪৫৮ জন ডেঙ্গু রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে ডেঙ্গুতে মারা গেছেন সাত জন । হাসপাতালটির ১২ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে রোগীর সংখ্যা ৬৬ জন। এর মধ্যে ৯ নভেম্বর এক দিনেই ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত  রোগী রয়েছে। এদের মধ্যে কেউ কেউ ঢাকায় বেড়াতে গিয়ে রোগী হয়ে এসেছেন।

নভেম্বর মাসে ডেঙ্গু রোগী বেড়ে যাবার কথা স্বীকার করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার ।

এদিকে, খুলনা নগরীতে বেশির ভাগ ড্রেনে সংস্কার কাজ চলার কারণে নিয়মিত পরিচ্ছন্ন অভিযান ব্যাহত হচ্ছে। এর ফলে মশার অত্যাচার ভয়াবহ পর্যায়ে গিয়েছে। তবে ডেঙ্গু রোগীদের বড় অংশই বেসরকারি হাসপাতাল আর ক্লিনিকে চিকিৎসা নেওয়াতে প্রকৃত হিসাব পাওয়া যাচ্ছে  না। সিটি কর্পোরেশনের পক্ষ হতে করোনা ও ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতে মাইকিং করা হচ্ছে ।


আরও পড়ুন: