ঢাকা বৃহস্পতিবার
২৮ মার্চ ২০২৪
০৯ মে ২০২৩

সাজেকে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে


ডেস্ক রিপোর্ট
160

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২ | ০১:১০:১৪ পিএম
সাজেকে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে ফাইল-ফটো



রাঙামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম নামের স্থানে পাহাড় ধসের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাড়ে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টি কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার।

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারনায় মুখর থাকে। সনাতম ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি বন্ধের কারণে পর্যটকদের উপচে পড়া ভীড় আশা করেছিলেন সাজেক কটেজ মালিকরা। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে। এর ফলে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২শত গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছে। আমাদের এখানে ১১২টি  কটেজ আছে।

সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আক্তার জানান, সাজেক এলাকায় প্রায় ২ হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক আটকে আছে।

যান চলাচল স্বাভাবিক করতে বাঘাইরহাট জোনের সেনা সদস্যরা কাজ করছে বলে জানা গেছে।


আরও পড়ুন: