ঢাকা শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

যশোরে সাড়া ফেলেছে ‘MBA চা ওয়ালা’ নামে তন্দুরি চায়ের স্টল


ডেস্ক রিপোর্ট
174

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ১২:১১:৫২ পিএম
যশোরে সাড়া ফেলেছে ‘MBA চা ওয়ালা’ নামে তন্দুরি চায়ের স্টল ফাইল-ফটো



কিছুদিন আগেই রাজধানীতে ‘এম এ পাস চা ওয়ালা’ নামে একটি প্রতিষ্ঠান ভাইরাল হয়েছিলো। কারণ হিসেবে দেখা হচ্ছিলো প্রতিষ্ঠানের ভিন্ন নাম ও দোকানের ডেকোরেশন। তার রেশ শেষ না হতেই হাজির হলো যশোরের বেনাপোলে ‘MBA চা ওয়ালা’ নামে তন্দুরি চায়ের স্টল। স্নাতকোত্তর ( MBA) পাস করা দুই বন্ধুর নিজ উদ্যগে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। তাদের এমন ভিন্ন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে এলাকায়।

MBA চা ওয়ালা নামে তন্দুরি চায়ের স্টল দিয়ে সাড়া ফেলা দুই বন্ধুর একজন আশিকুজ্জামান এ্যানি স্নাতক ও স্নাতকোত্তর (BBA, MBA) শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ও অপর বন্ধু রাশেদুজ্জামান রয়েল স্নাতক ও স্নাতকোত্তর (BBA, MBA) সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ (MM college) থেকে।

চা পান করতে আসা আশরাফ, মানিকসহ কয়েক ব্যক্তি জানান, তারা লোকমুখে জানতে পেরেছেন বেনাপোলের দুই যুবক স্নাতকোত্তর পাস করে চাকরির পেছনে না ছুটে MBA চা ওয়ালা নামে একটি তন্দুরি চায়ের স্টল দিয়েছেন। তাই তারা চলে এসেছেন সেই টি স্টলের চা পান করতে।

তারা আরও জানান, চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে এই দুই যুবক ছোট পরিসরে হলেও নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, তা তাদের খুবই ভালো লেগেছে। MBA পাস করা এই যুবকদের দেখে এলাকার অন্য যুবকরাও পড়াশোনা শেষ করে নিজেরা কিছু করার চেষ্টা করবে বলে তারা মনে করেন।

এছাড়া বেনাপোলে MBA পাস করা দুই যুবকের এমন ব্যতিক্রম উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন বলে তারা জানান।


আরও পড়ুন: