মায়ের দোষ দিয়ে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী
ডেস্ক রিপোর্ট
290
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ০২:১১:১২ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃত মুক্তা খাতুনের হাতে লেখা ছিল ‘সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি।’
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন- সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন। দুই মাস আগে তারা প্রেম করে বিয়ে করেন।
স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠের একটি গাছে রমজান ও মুক্তা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন বলেন, গাছের সঙ্গে ওড়না দিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। দুইমাস আগে তারা বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসতে চেয়েছিল। এ কারণেই তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটির হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘সব আমার মায়ের দোষ আমরা চলে যাচ্ছি’।’
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু
১৪ অক্টোবর ২০২৪
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
১০ অক্টোবর ২০২৪
একতা মার্টের পক্ষ থেকে বেস্ট সেলার অব বুক অ্যাওয়ার্ড পাচ্ছে "স্পোকেন ফাইটার"
১৭ আগস্ট ২০২৪
ঈদ উপলক্ষ্যে এক কোটি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি শুরু আজ
০২ জুন ২০২৪
রাজধানীতেও রেমালের প্রভাব, দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি
২৭ মে ২০২৪
ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট
০৯ মে ২০২৪