পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বালুবোঝাই ট্রাকের চালক-হেলপার নিহত
ডেস্ক রিপোর্ট
518
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ১০:১১:২৭ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার পৌর এলাকার আজাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশয়ারা গ্রামের সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া এবং আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে হেলপার সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানায়, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই অন্য আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক শিলন মিয়া। গুরুতর আহত অবস্থায় হেলপার রাজ্জাককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় দুমড়ে-মুচড়ে যায় পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ট্রাচালকের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে রয়েছে হেলপারের মরদেহ। তাদের পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও

আজ থেকে আবারো উৎপাদনে ফিরছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
৩০ নভেম্বর ২০২৪

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু
১৪ অক্টোবর ২০২৪

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
১০ অক্টোবর ২০২৪

একতা মার্টের পক্ষ থেকে বেস্ট সেলার অব বুক অ্যাওয়ার্ড পাচ্ছে "স্পোকেন ফাইটার"
১৭ আগস্ট ২০২৪

ঈদ উপলক্ষ্যে এক কোটি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি শুরু আজ
০২ জুন ২০২৪

রাজধানীতেও রেমালের প্রভাব, দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি
২৭ মে ২০২৪