ঢাকা বৃহস্পতিবার
২৫ এপ্রিল ২০২৪
২৭ নভেম্বর ২০২৩

ব্রয়লার মুরগির কেজি এখন ২০০ টাকা


ডেস্ক রিপোর্ট
189

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০২:২৫ এএম
ব্রয়লার মুরগির কেজি এখন ২০০ টাকা ফাইল-ফটো



ব্রয়লার মুরগির দাম দ্বিশতক ছুঁয়েছে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বাজারে এ মুরগি সর্বনিম্ন ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আগের দিন শনিবারেও যা ১৮০ থেকে ১৯০ টাকা করে বিক্রি হয়। অর্থাৎ এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।

এদিকে প্যাকেটজাত চিনি বাজারে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, আর খোলা চিনি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৮–১০ টাকা বেশি দরে। এ ছাড়া আমদানি করা রসুন, আদাসহ বেড়েছে আরও বেশ কিছু পণ্যের দাম।

গতকাল রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, নিউমার্কেট, আগারগাঁও তালতলা, মহাখালীসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দ্রব্যমূল্যের এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বেশি দামে পণ্য কেনায় তাঁদেরও দাম না বাড়িয়ে উপায় থাকছে না। আর ভোক্তাদের অভিযোগ, দাম এভাবে বাড়তে থাকলে আসন্ন রমজানে গিয়ে তা তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।


আরও পড়ুন: