ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৬ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির গণ-অবস্থান ঘিরে রাজপথে থাকবে আ.লীগও


ডেস্ক রিপোর্ট
266

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ১০:০১:০৪ এএম
বিএনপির গণ-অবস্থান ঘিরে রাজপথে থাকবে আ.লীগও ফাইল-ফটো



বিএনপির গণঅবস্থান কর্মসূচি বুধবার (১১ জানুয়ারি) । পালন হবে রাজধানীরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে। ঢাকায় নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির নেতারা এ কথা জানান। বলেন, বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করবেন কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ২৭ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। এরই অংশ হিসেবে, দেশ জুড়ে গণমিছিলের পর, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি দিয়েছে দলটি।

এদিকে বিএনপি গণঅবস্থানের নামে দেশের অভ্যন্তরে যেন সহিংস পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাধা না দিলেও দলটির সহিংসতা রোধে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে ক্ষমতাসীনরা। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলেই তা প্রতিরোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


আরও পড়ুন: