চালুর অপেক্ষায় বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র
ডেস্ক রিপোর্ট
313
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ১২:০১:৪৪ পিএম
চলমান বিদ্যুৎ সংকটে আশার খবর হলো, শিগগিরি চালু হবে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। বঙ্গোপসাগরের তীরে চলছে এর বিশাল কর্মযজ্ঞ। যেখানে উৎপাদনের জন্য অনেকটাই প্রস্তুত বেসরকারি এই বিদ্যুৎকেন্দ্রটি। বাঁশখালীর গণ্ডমারা উপকূলে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রে হবে ১৩শ ২০ মেগাওয়াটের দুটি ইউনিট। যার একটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। জোরেশোরে চলছে দ্বিতীয় ইউনিটের কাজও। এতে মাস তিনেকের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। জুনের মধ্যে চালু হতে পারে দ্বিতীয়টি। প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার বলেন, আমাদের ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এরইমধ্যে জাতীয় গ্রিডের ৪শ কেভি সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে কেন্দ্রটি। চলছে কমিশনিংয়ের কাজ। যা তদারকি করছেন সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রতিনিধিরা। পিডিবিরি পক্ষে প্রকল্প পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, প্রথম ও দ্বিতীয় দুটি ইউনিটি আমরা পর্যবেক্ষণ করছি। প্রথম ইউনিটটি আগামী এপ্রিল মাসে আসার পরিকল্পনা রয়েছে। মে এর মধ্যে দুটি ইউনিটই চালু হয়ে যাবে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এনার্জি অডিটিং ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহেল হোসেন সিরাজী বলেন, লোডশেডিং থেকে বিরত রাখার জন্যে এটি বিশাল ভূমিকা পালন করবে। আমরা আশা করছি এসএস পাওয়ার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের বিদ্যুৎ শক্তিকে যথাযথ জায়গায় নেয়ার জন্যে তারা ভূমিকা পালন করবে। এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎকেন্দ্র পূর্ণক্ষমতায় চালু রাখতে প্রতিদিন প্রয়োজন হবে ১৪ হাজার মেট্রিকটন কয়লা। তবে অত্যাধুনিক সুপার আলট্রা ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশের কোন ক্ষতি হবে নাবলে জানান প্রকল্প পরিচালক দীপংকর মজুমদার। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ ২৫ হাজার কোটি টাকার বেশি। যার ৭০ শতাংশের মালিকানা দেশীয় প্রতিষ্ঠান এস আলম গ্রুপের। যে সময় এটি চালু হবে তখন থাকবে গরম কাল। ফলে দেশে যে বাড়তি চাহিদা তৈরি হবে তখন স্বস্তি দিতে পারে এই কেন্দ্র থেকে তৈরি হওয়া বিদ্যুৎ এমনটাই আশা করছেন উদ্যোক্তা প্রতিষ্ঠান।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু
১৪ অক্টোবর ২০২৪
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
১০ অক্টোবর ২০২৪
একতা মার্টের পক্ষ থেকে বেস্ট সেলার অব বুক অ্যাওয়ার্ড পাচ্ছে "স্পোকেন ফাইটার"
১৭ আগস্ট ২০২৪
ঈদ উপলক্ষ্যে এক কোটি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি শুরু আজ
০২ জুন ২০২৪
রাজধানীতেও রেমালের প্রভাব, দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি
২৭ মে ২০২৪
ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট
০৯ মে ২০২৪