ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
২২ মে ২০২৩

পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ


ডেস্ক রিপোর্ট
183

প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ১১:০১:১২ এএম
পঞ্চগড়ে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ ফাইল-ফটো



পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ।

টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে জেলার সর্বত্র হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সোমবার সকাল ১০ টার পরও সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা আকাশ। টানা শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েই চলছে।

জেলা শহরের মসজিদ পাড়া এলাকার মাইক্রোবাস চালক ছয়ফুল ইসলাম বলেন, ঘন কুয়াশা আর তীব্র শীতে আমাদের অবস্থা কাহিল। অতিরিক্ত গরম কাপড়চোপড়েও ঠান্ডা যাচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, মৃদু শৈত্যপ্রবাহের মাঝেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আজ  সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: