ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
ডেস্ক রিপোর্ট
689
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:২৬ এএম

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) পড়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি ডিপো থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ।
তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে এরই মধ্যে প্রায় ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। প্রতিটি ওয়াগনে ৩০ হাজার লিটারের বেশি তেল ধরে। আনুমানিক ৪০-৫০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে পাশের খালে গিয়ে পড়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’
দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে বলে জানিয়েছেন সিজিপিওয়াই-এর স্টেশন মাস্টার আবদুল মালেক। তিনি বলেন, ‘১৬টি ওয়াগনের মধ্যে তিনটি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি থেকে তেল পড়ে গেছে। ড্রেন হয়ে ইয়ার্ডের পাশের খালে গিয়ে পড়েছে এসব তেল।’
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও

আজ থেকে আবারো উৎপাদনে ফিরছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র
৩০ নভেম্বর ২০২৪

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু
১৪ অক্টোবর ২০২৪

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
১০ অক্টোবর ২০২৪

একতা মার্টের পক্ষ থেকে বেস্ট সেলার অব বুক অ্যাওয়ার্ড পাচ্ছে "স্পোকেন ফাইটার"
১৭ আগস্ট ২০২৪

ঈদ উপলক্ষ্যে এক কোটি কার্ডধারীর মধ্যে পণ্য বিক্রি শুরু আজ
০২ জুন ২০২৪

রাজধানীতেও রেমালের প্রভাব, দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি
২৭ মে ২০২৪