হোস্টিং সেবা ২৪ ডট কম দিচ্ছে .COM Domain মাত্র ৮০০টাকায়!
নিজস্ব প্রতিবেদক
52
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩ | ০৮:০৩:৩৫ এএম

হোস্টিং সেবা ২৪ ডট কম দিচ্ছে .COM Domain মাত্র ৮০০টাকায়!
হোস্টিং প্যাকেজ কিনলেই ডোমেইন পাচ্ছেন মাত্র ৮০০ টাকায়।
ডোমেইন এবং হোস্টিং কেনার সময় সস্তা না খুজে রিজনেবল প্রাইসে খুজতে হবে।
অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেছেন?
তো অল্প দামে ভালো কোয়ালিটি ডোমেইন/হোস্টিং কিনে ফেলুন ।
ভালো কোয়ালিটি হোস্টিং সার্ভিস বলতে বুঝায়, সময়ের সাথে তাল মিলিয়ে, বাজারে আসা লেটেস্ট হার্ডওয়ারগুলো সার্ভারে ব্যবহার করতে হবে এবং সার্ভার ম্যানেজমেন্ট থেকে শুরু করে,
কাস্টমার সাপোর্টে গুরুত্ব থাকতে হবে।
এই গুনগুলো থাকলে, সে ক্ষেত্রেই আমরা কোয়ালিটি হোস্টিং সার্ভিস বলতে পারি।
আমরা দিচ্ছি ৯৯.৯% আপটাইম গ্যারান্টি,ওয়েবসাইট 24×7 অনলাইনে রাখতে আমরা 99.99% আপটাইম গ্যারান্টি নিশ্চিত করি।
আপনি যদি অনলাইন জগতে ভালো কিছু করতে চান তাহলে একটা ওয়েবসাইট লাগবে আর তার জন্য ডোমেইন হোস্টিং লাগবে।
আর আপনি হোস্টিং সেবা ২৪ ডট কম থেকে আপনার প্রয়োজন মতো ডোমেইন হোস্টিং নিতে পারবেন এবং অনলাইন সেক্টর এ ভালো কিছু করতে পারবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.hostingsheba24.com
যে কোনো প্রয়োজনে কল করুন : +8801906297868
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও

জিমেইলেই চ্যাট করবেন যেভাবে
২৩ মে ২০২৩

মেসেজ পাঠানোর পরেও এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে!
২৩ মে ২০২৩

এখন পণ্য বিক্রি হবে সারা দেশে খুব সহজে
০৬ এপ্রিল ২০২৩

.COM Domain মাত্র ৮০০টাকায়......🤩
০৬ এপ্রিল ২০২৩

হোস্টিং সেবা ২৪ ডট কম দিচ্ছে .COM Domain মাত্র ৮০০টাকায়!
২৭ মার্চ ২০২৩

ডিজিটাল ডিভাইসে আসক্তি মেধাশূণ্য প্রজন্ম তৈরি!
২১ জানুয়ারী ২০২৩