অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি
ডেস্ক রিপোর্ট
39
প্রকাশিত: ১৭ মে ২০২৩ | ১২:০৫:০৬ পিএম

ঘূর্ণিঝড় ‘মোখা’ আসার আগ পর্যন্ত দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে এ কদিন হয়নি বৃষ্টি। অবশেষে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বৃষ্টি হয় ঢাকায়। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না।
বুধবার (১৭ মে) সকাল থেকেই আকাশ মেঘলা। আকাশ মেঘলা থাকায় ঘড়ির কাঁটার দিকে না তাকালে বোঝার উপায় নেই রাত গড়িয়ে সকাল হয়েছে। নয়টার পর থেকে শুরু হয়েছে বাতাস, সঙ্গে বৃষ্টি। এতে অফিস যাত্রায় ভোগান্তি হলেও গরম কমায় মনে রয়েছে স্বস্তি।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

অসহনীয় গরম থাকতে পারে আরও ৫-৬ দিন
০৬ জুন ২০২৩

পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং
০৫ জুন ২০২৩

বৈশ্বিক সংকট শেষের ঠিক নেই, বিদ্যুতে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী
০৫ জুন ২০২৩

সারা দেশে তীব্র গরমে হাঁসফাঁস জীবন, ব্যাপক লোডশেডিং
০৩ জুন ২০২৩

উড়িষ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কীভাবে ঘটল?
০৩ জুন ২০২৩

গ্যাস, বিদ্যুতের সংকটে ভুগছে পোশাক শিল্প
০১ জুন ২০২৩