ঢাকা সোমবার
০৯ ডিসেম্বর ২০২৪
০৬ ফেব্রুয়ারি ২০২৩

বিকেলে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে


ডেস্ক রিপোর্ট
273

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ০১:০৮:৪৬ পিএম
বিকেলে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে ফাইল-ফটো



ছয়দিন পর আবারও এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বলেছেন। সেজন্য তাকে বিকেলে হাসপাতালে নেয়া হবে। জানা গেছে, খালেদা জিয়াকে ভর্তি করে সেসব পরীক্ষা করার সকল প্রস্তুতি হাসপাতালে নেয়া হয়েছে।

গত ২২ আগস্ট খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে করা হয়েছিল। সেগুলোর পূর্ণা্ঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেছেন বলে জানা গেছে। সেই প্রেক্ষিতে খালেদা জিয়া রোববার (২৮ আগস্ট) এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। সবশেষ, ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।


আরও পড়ুন: