রাজনীতিতে হঠাৎ ‘হিরো আলম ঝড়’
Reporter01
256
প্রকাশিত: ০৫ Invalid Month ২০২৩ | ০৬:০২:২৫ এএম

দেশের রাজনীতিতে হঠাৎ করেই ‘হিরো আলম ঝড়’ বয়ে যাচ্ছে। তাঁকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ এবং বিএনপি—দুই দলের নেতারা প্রতিপক্ষের ‘মান’ বোঝাতে হিরো আলমকে উদাহরণ হিসেবে টানছেন। দুই দলই মোটামুটি নিজেদের মতো করে হিরো আলমের একটা ‘মান’ ঠিক করে নিয়েছে। সেই মান নিঃসন্দেহে ‘সম্মান’ নয়।
হিরো আলমের কথা, ভাষা, রুচিবোধ ও প্রজ্ঞা নিয়ে চাইলে অনেকে আপত্তি তুলতে পারেন। তাঁর তৈরি করা যেসব মিউজিক ভিডিও ইউটিউবে দেখা যায়, তা অনেকের কাছে অশোভনও মনে হতে পারে। আবার কেউ কেউ তাঁর তৈরি করা ভিডিও দেখে হাসাহাসিও করতে পারেন। তিনি যে ধরনের ভিডিও কনটেন্ট (আধেয়) তৈরি করেন, তার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে তাঁকে বা যেকোনো সাধারণ মানুষকে অসম্মান করার অধিকার কারও নেই।
কেউ মানুক বা না মানুক সব ছাপিয়ে তিনি এখন দেশের অন্যতম আলোচিত চরিত্র। হিরো আলম বগুড়ার দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে একটি আসনে সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। তিনি পাস করতে পারলে কেমন সংসদ সদস্য হতেন, সেটি অন্য বিতর্ক। অথবা তাঁর মতো কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কতটা রাখেন, সেটিও অন্য আলোচনা। তবে বাস্তবতা হচ্ছে, বহু মানুষ তাঁকে ভোট দিয়েছেন। কেন বহু মানুষ তাঁকে ভোট দিলেন, এর পেছনে কী মনস্তত্ত্ব, কোন ধরনের রাজনীতি কাজ করেছে, সেটি নিয়েও নিশ্চয়ই ভাববার অনেক কিছু থাকতে পারে। কিন্তু দেশের বর্তমান রাজনীতি, নির্বাচনব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে গত কয়েক দিনে তিনি যা বলেছেন, এর মধ্যে আসলে অসত্য কিছু নেই।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও

কে হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি, জানা যাবে সন্ধ্যায়
০৭ Invalid Month ২০২৩

জি এম কাদেরের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
০৬ Invalid Month ২০২৩

বিএনপি ‘আগুনসন্ত্রাসে’ ঝুঁকে যেতে পারে, শঙ্কা ওবায়দুল কাদেরের
০৬ Invalid Month ২০২৩

আগামী নির্বাচনে সম্ভাবনা নেই, তাই বাহানা করছে বিএনপি: তথ্যমন্ত্রী
০৫ Invalid Month ২০২৩

সরকারের ১৪ বছরের অপকর্মের হিসাব দিতে হবে
০৫ Invalid Month ২০২৩

‘বিএনপি দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে’
০৫ Invalid Month ২০২৩