র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
13
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি একেএ নামে পরিচিত ছিলেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। নাম তার কিয়েরনান ফোর্বস।
শনিবার ফোর্বসের পরিবার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
একাধিক দক্ষিণ আফ্রিকান পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী কিয়েরনান ফোর্বস। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন তিনি। এ ছাড়া এমটিভি ইউরোপ সংগীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন একেএ।
একেএর বাবা-মা, টনি ও লিন ফোর্বস টুইটারে এক পোস্টে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি— আমাদের প্রিয় পুত্র আর আমাদের মাঝে নেই। সে মৃত্যুবরণ করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে দুজন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপর পাশ থেকে ভিকটিমদের খুব কাছ থেকে গুলি করে। খুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।
৩৫ বছর বয়সি তার একেএর ক্যারিয়ার শুরু করার আগে র্যাপ গ্রুপ এন্টিটির মাধ্যমে সংগীতজীবন শুরু করেছিলেন।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে আরেকটি ঝড়ঃ জন উইক-৪
২৫ মার্চ ২০২৩

শুক্রবার ‘পাঠান’ দিবস ঘোষণা
১৮ ফেব্রুয়ারি ২০২৩

ভাইকে ভালোবাসতে জয়কে অপুর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৩

বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩

প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩

ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩